প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ হল আজ

২০১৪ প্রাথমিক
সমাপনী পরীক্ষার ফলাফলের
ভিত্তিতে বৃত্তির ফল
ঘোষণা করা হয়েছে। প্রাথমিক
শিক্ষা সমাপনী পরীক্ষায়
বৃত্তিপ্রাপ্ত ৫৪ হাজার ৪৮১ জন
শিক্ষার্থীর তালিকা প্রকাশ
করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার
৯৮৩ জন ট্যালেন্টপুল এবং ৩২
হাজার ৪৯৮ জন জেনারেল
গ্রেডে বৃত্তি পেয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে এক
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও
গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর
রহমান বৃত্তির ফল ঘোষণা করেন।
এবার মোবাইল অ্যাপ থেকেও
বৃত্তির ফল জানা যাবে।
যে কোনো এনড্রয়েড
মোবাইলে গুগল প্লে স্টোর
থেকে Primary Terminal Result
নামে অ্যাপটি ডাইনলোড
করা যাবে।
এছাড়া প্রাথমিক
শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট
www.dpe.gov.bd থেকেও
বৃত্তিপ্রাপ্তদের
তালিকা জানা যাবে।
মেধাববৃত্তিপ্রাপ্ত প্রত্যেক
শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’
টাকা এবং সাধারণ
বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’
টাকা করে পাবে।
এছাড়া বৃত্তিপ্রাপ্ত
সবাইকে বছরে এককালীন দেড় শ’
টাকা করে দেওয়া হবে।
Created at 2015-03-14 23:45:18
Back to posts
UNDER MAINTENANCE