আজ পিছিয়ে যাওয়া এসএসসি পরীক্ষা

হরতালের
কারণে পিছিয়ে যাওয়া ১৮
ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের
পরীক্ষা আজ শুক্রবার সকাল ৯টায়
অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দুপুর
১২টা পর্যন্ত।
আজ এসএসসিতে পদার্থ বিজ্ঞান
(তত্ত্বীয়), বাংলাদেশের
ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস,
ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায়
পরিচিতি এবং দাখিলে ইংরেজ
পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এসএসসি ভোকেশনালে ধর্
ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল)
(ইসলাম-১২২১, হিন্দু-১২২২,
খ্রীষ্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২
(ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২)
(খ্রিষ্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪)
(সৃজনশীল) এবং ভোকেশনাল
দাখিলে কুরআন মাজিদ ও
তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন
মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১)
(সৃজনশীল) বিষয়ের
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২২ ফেব্রুয়ারির
পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শনিবার
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, শুক্রবার
সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ
সরকারি ল্যাবরেটরি হাই স্কুল
কেন্দ্র পরিদর্শনের সময়
পরীক্ষার্থীদের অভিভাবকদের
সঙ্গে মত বিনিময় করবেন।
উল্লেখ্য, বিরোধীজোটের
ডাকা হরতালের কারণে ১৮ ও ২২
ফেব্রুয়ারির
পরীক্ষা পেছানো হয়। পরে ১৮
ফেব্রুয়ারির পরীক্ষা ২৭
ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারির
পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি নেয়ার
সিদ্ধান্ত নেয়া হয়।
Created at 2015-02-26 20:48:14
Back to posts
UNDER MAINTENANCE