auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
স্বাস্থ্য

পশ্চিম আফ্রিকায় 'ইবোলায়' আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

পশ্চিম আফ্রিকায় 'ইবোলায়' আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এ পরিসংখ্যান প্রকাশ, করেছে। ডব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী, লাইবেরিয়ায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৪,১৬২। এরপর সিয়েরা লিওনে ৩,৬৫৫ এবং গিনিতে ২,১৮৭। এ তিনটি দেশেই ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। আফ্রিকার আরও তিন দেশ সেনেগাল, নাইজেরিয়া ও মালিতেও ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু মহামারি আকার ধারণ করার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন ও যুক্তরাজ্যে ইবোলা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। সিনিয়ার প্রতিবেদকঃমোঃ রুবেল হোসেন নড়াইল প্রতিনিধি।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস


Old school Easter eggs.