৫ জানুয়ারির মতো আবার ভুল করবে না বিএনপি: বানিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ ট্রুয়নটিফর নিউজ মোবি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদ বলেছেন, “আমরা
চেয়েছিলাম ৫ জানুয়ারিতে
সবার অংশগ্রহণের মাধ্যমে একটি
নির্বাচন হউক। কিন্তু তাতে
বিএনপি অংশ না নিয়ে ভুল করে।
আর তার খেসারত এখন দিচ্ছে
দলটি। তবে এবার আশা করি আসন্ন
সিটি করপোরেশন নির্বাচনে একই
ভুল করবে না তারা।”
আজ শনিবার দুপুরে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব
নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে
‘বাইয়োক্যামিস্ট্রি, ইন্ড্রাস্ট্রি
অ্যান্ড সাসটেইন্যাবল
ইকোনোমি’ শীর্ষক এক
কনফারেন্সে তিনি এসব কথা
বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যারা চলন্ত বাসে পেট্রোল
বোমা মেরে মানুষ পুড়িয়ে মারে
তাদের সাথে কোনো আলোচনা
হতে পারে না।” তিনি
আরো বলেন, “বিএনপি ঘরে বসে
হরতাল ডাকে। কিন্তু রাস্তায়
নামতে দেখা যায় না। জনগণতো
মানছেই না। এমন কি তারা
নিজেরাই তা মানে না।”
মন্ত্রী বলেন, “বাংলাদেশ যখন
স্বাধীনতা অর্জন করেছিল তখন
মাত্র সাড়ে ৭ কোটি মানুষের
খাদ্যের যোগান দিতে পারছিল
না। কিন্তু বর্তমানে দেশ এত
স্বয়ংসম্পূর্ণ যে নিজেদের দেশের
মানুষের খাদ্যের যোগান দিয়ে
বিদেশেও রফতানি করছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
সমিতির সভাপতি অধ্যাপক ড.
সাইয়াদ সালেহীন কাদরীর
সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক
অধ্যাপক ড. মামুন আহমেদের
সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম
স আরেফিন সিদ্দিক,
এফবিসিসিআইয়ের সভাপতি
কাজী আকরামউদ্দীন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ প্রাণরসায়ন ও
অণুপ্রাণ বিজ্ঞান সমিতি এ
অনুষ্ঠানের আয়োজন করে।
Created at 2015-03-21 03:13:08
Back to posts
UNDER MAINTENANCE