সিটি নির্বাচনে আমরা হারতে চাইনা: ছাত্রলীগ
সিনিয়ার প্রতিবেদকঃ রুবেল হোসেন। নড়াইল প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের
সভাপতি এইচ এম বদিউজ্জামান
সোহাগ বলেছেন, ঢাকা ও
চট্রগ্রাম সিটি নির্বাচনে আমরা
হারতে চাইনা।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু
অ্যাভিনিউতে ছত্রলীগের
কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন সিটি
উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি
এ কথা বলেন।
তিনি বলেন, গত গাজীপুর সিটি
নির্বাচনে হেরে গেলেও এবার
হারতে চাইনা। ঢাকা ও চট্রগ্রাম
সিটি নিরবাচনে আমাদের
প্রার্থী হেরে গেলে
বাংলাদেশ হেরে যাবে।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে
বলেন, আমাদের নেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
মনোনীত প্রার্থী যেই হোক তার
জন্য ঘরে ঘরে যাব। গত ছয় (৬) বছরে
মহানগরীর উন্নয়ন জনগণের কাছে
তোলে ধরব। প্রত্যেক নেতা
কর্মীকে প্রার্থীর ভূমিকায়
থাকতে হবে। আমরা কাজ করতে
চাই। থানা বা ওয়ার্ডের কোন
কোন জায়গায় দূর্বলতা আছে সেই
গুলো চিনহিত করে কাজ করতে
হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে
ফ্রেম ওয়ার্ক শেষ করতে হবে।
সোহাগ বলেন, আগে নগরীতে
পানি বিদ্যুতের অভাবে মানুষের
হাহাকার ছিল।
কলসি,হাড়ি,পাতিল ও হারিকেন,
মোমবাতি নিয়ে মিছিল করত।
কিন্তু আজকে বৈপ্লবিক পরিবর্তন
হয়েছে। অথচ যারা সরকারের
কর্মকান্ডে ঈর্ষাকরে , তারা এই
উন্নয়ন কে ভাল ভাবে দেখছেনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, সাধারন সম্পাদক
সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি
শাখা সভাপতি মেহেদী হাসান
মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Created at 2015-03-21 03:10:51
Back to posts
UNDER MAINTENANCE