ঢাবি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের মিছিল
সাধারন প্রতিবেদকঃ মুমিন আলম
বিএনপির যুগ্ম মহাসচিব
সালাউদ্দিন আহমেদের সন্ধান,
ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল
কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ
সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারির প্রতিবাদ এবং চলমান
হরতাল-অবরোধের সমর্থনে মিছিল
করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক
বায়েজিদ আরেফিনের
নেত্রত্বে আজ শনিবার বেলা ১১
টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বাংলা একাডেমি সামনে এ
মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি
বাংলা একাডেমি থেকে
টিএসসির দিকে অগ্রসর হলে
পুলিশী বাধায় তা ছাত্রভঙ্গ হয়ে
যায়।
মিছিলে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক
রবিউল ইসলাম রবি, সাংগঠনিক
সম্পাদক নাদিয়া পাঠান পাপন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল
নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর,
শেরে বাংলা কৃষি
বিশ্ববিদ্যালয় নেতা কেএম
সানোয়ার আলম, মনির হোসেন,
শাহাদত হোসেন, সলিমুল্লাহ
মুসলিম হল ছাত্রনেতা
মোজাহিদুল ইসলাম মুজাহিদ,
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের
ছাত্রনেতা খোরশেদ আলম
লোকমান, আরিফ দাদ খান সজীব
পাঠান প্রমুখ।
Created at 2015-03-21 03:09:16
Back to posts
UNDER MAINTENANCE