সন্ত্রাস করে দাবি আদায় সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

সন্ত্রাস করে দাবি আদায়
সম্ভব নয় বলে মন্তব্য করেছেন
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল
ইসলাম। যারা সন্ত্রাস করছে
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন
তিনি।
শুক্রবার সকালে সাভারের
ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে
বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার
২০১৫ অনুষ্ঠানে তিনি একথা
বলেন।
এছাড়াও তিনি বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা
জিয়াকে আহবান জানান,
নাশকতার রাজনীতি পরিহার
করে শান্তির রাজনীতিতে
ফিরে আসতে।
Created at 2015-03-20 01:09:40
Back to posts
UNDER MAINTENANCE