Disneyland 1972 Love the old s
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
রাজনীতির খবর

‘জনগণের কথা না বুঝলে রাজনীতি করার দরকার নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতিবীদদের সমালোচনা করে বলেছেন, আমরা যারা রাজনীতি করি তাদের কতজন দাবি করতে পারি আমি সৎ, আমি দুর্নীতি করি না। আমার ব্যক্তিগত সহকারী যদি দুর্নীতি করে তাহলে আমি নিজেকে ভাল মন্ত্রী দাবি করতে পারি না। আমি যদি আমার পরিবারকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি কীসের রাজনীতিবিদ? মানুষের চোখের ভাষা, মনের কথা যারা বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। রাজধানীর মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজে বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের মানুষের ভালবাসা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। আমাদের কথা আমাদের জন্য আত্মঘাতী। এই মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর। তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের কতজন দাবি করতে পারি আমি সৎ, আমি দুর্নীতি করি না। আমার ব্যক্তিগত সহকারী যদি দুর্নীতি করে তাহলে আমি নিজেকে ভাল মন্ত্রী দাবি করতে পারি না। আমি যদি আমার পরিবারকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি কীসের রাজনীতিবিদ? মানুষের চোখের ভাষা, মনের কথা যারা বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। কর্ণফুলী টানেলের কাজ চলতি বছরের নভেম্বরে শুরু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই দুঃসময়ে, সহিংসতার আগুনেও বাংলাদেশ বিশ্বের ১০টি সম্ভাবনাময় দেশের একটি। পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। অবরোধ- হরতালের মধ্যে পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে। মেট্রোরেলে কাজ শুরু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসের কাজও শুরু হয়েছে। সহিংসতা-নাশকতা দিয়ে বাঙালীর অগ্রযাত্রার স্বপ্নকে কেউ দমাতে পারবে না বলেও এ সময় জানান মন্ত্রী।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
facebook sign up
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস