‘বাংলাদেশের চলমান সঙ্কট নিয়ে আমরা উদ্বিগ্ন’

বাংলাদেশের চলমান
রাজনৈতিক সংকট প্রসঙ্গে
ডেনমার্কের বাণিজ্য ও
উন্নয়নমন্ত্রী মগেন্স জেনসেন
বলেছেন, ‘বাংলাদেশে চলমান
সঙ্কট নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে
আমরা সরকারকে বিশ্বাস করি।
আশা করি, সঙ্কট নিরসনে সরকার
অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে
কাজ করবে।’
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে তিনি কথা বলেন। তবে
সাংবাদিকদের সঙ্গে বেশি
কথা বলেননি ডেনিশ এ মন্ত্রী।
এর আগে সচিবালয়ে তিনি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের
সঙ্গে তার কার্যালয়ে বৈঠক
করেন।
এদিকে ডেনমার্কের বাণিজ্য ও
উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী
মগেন্স জেনসেন তিন দিনের
সফরে গতকাল মঙ্গলবার ঢাকা
এসেছেন। সফরকালে তিনি
বাংলাদেশে ডেনিশ সরকারের
আর্থিক সহায়তায় পরিচালিত
বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
এবং দেশের শ্রম পরিবেশ
পর্যবেক্ষণ করবেন। এছাড়াও তিনি
১৯ মার্চ ঢাকায় পোশাকশিল্প
বিষয়ক এক সম্মেলনে অংশ নেবেন।
সফরে বাংলাদেশের তৈরি
পোশাকশিল্পের সঙ্গে সম্পৃক্ত
শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও
স্বাস্থ্য খাতে সহযোগিতায়
একটি নতুন প্রকল্পের ব্যাপারে উভয়
সরকারের মধ্যে সম্মতিপত্রও সই হতে
পারে। তাই দেশটির চারজন
গুরুত্বপূর্ণ কর্মকর্তাও ডেনিশ মন্ত্রীর
সফরসঙ্গী হয়ে ঢাকায় এসেছেন।
অর্থমন্ত্রী ছাড়াও মগেন্স
জেনসেন তার সফরে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ,
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ
আলীসহ সরকারের বিভিন্ন
পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে
সাক্ষাৎ করবেন। এ ছাড়া সুশীল
সমাজ, আন্তর্জাতিক সংস্থার
প্রতিনিধি ও শ্রম সংশ্লিষ্ট
সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও
বৈঠক করবেন তিনি।
Created at 2015-03-18 02:08:56
Back to posts
UNDER MAINTENANCE