সালাহ উদ্দিনের মুক্তির দাবিতে হরতালের মেয়াদ বাড়ালো ২০ দল

সরকারের পতন, সব দলের
অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের
অধীনে সুষ্ঠু নিরর্বাচনসহ নিখোঁজ
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ
উদ্দিনে আহমদের মুক্তি এবং
পরিবারের নিকট ফিরিয়ে
দেয়ার দাবিতে চলমান অবরোধ
কর্মসূচির পাশাপাশি ষোল দফায়
ফের হরতালের ডাক দিয়েছে
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয়
জোট।
আজ মঙ্গলবার বিকেলে এক
বিবৃতির মাধ্যমে আগামীকাল
বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার
ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮
ঘন্টার হরতালের আহ্বান জনায় ২০
দলীয় জোট। হরতালের
পাশাপাশি আগামী বৃহস্পতিবার
সারাদেশে বিক্ষোভ
মিছিলেরও ঘোষণা দেয় দলটি।
দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতালের
আহ্বান জানিয়ে গণমাধ্যমে
পাঠানো ওই বিবৃতিতে বিএনপির
আরেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ
বুলু বলেন, অনতিবিলম্বে জনাব
সালাহউদ্দিনকে তার পরিবারের
কাছে ফেরত দেয়ার দাবিতে
আমরা ২০ দলীয় জোটের পক্ষ
থেকে বুধবার ভোর ৬টা থেকে
শুক্রবার ভোর ৬টা পর্যন্ত
দেশব্যাপী অবরোধের
পাশাপাশি ৪৮ ঘান্টার হরতাল
আহ্বান করছি।
বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী আহমেদ গ্রেফতারের পর
দলীয় কর্মসূচি ঘোষণার
পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে
গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে
তাদের অবস্থান জানান
দিচ্ছিলেন সালাহ উদ্দিন আহমেদ।
তার পরিবার ও বিএনপির দাবি,
১০ মার্চ রাতে তাকে
রাজধানীর উত্তরার একটি বাসা
থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকেই তার কোনো খোঁজ
মিলছে না।
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু
বিবৃতিতে বলেন, হরতালের মধ্যেই
বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয়
জোটের উদ্যোগে বিক্ষোভ
সমাবেশ ও মিছিল হবে।
তিনি বলেন, জনগণের বিপুল
সমর্থিত বিরোধী দলের
স্বাভাবিক রাজনৈতিক ও
সাংগঠনিক তৎপরতা পরিচালনার
সুযোগ নেই। এমতাবস্থায়
দেশব্যাপী অবরোধের শান্তিপূর্ণ
কর্মসূচি চালিয়ে যাওয়া ছাড়া
আমাদের সমনে আর কোনো পথ
খোলা রাখা হয়নি।
Created at 2015-03-17 05:12:43
Back to posts
UNDER MAINTENANCE