Polaroid
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
রাজনীতির খবর

মঙ্গলবারের জন্য ২০ দলেরহরতাল শিথিল

মঙ্গলবারের জন্য ২০ দলেরহরতাল শিথিল
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিজয় মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ন ২০ দলীয় জোট। আর সে কারণে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে দলের পক্ষ থেকে। আজ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হরতাল শিথিল করা হলেও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দল- জোটের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামীতে এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জয়ে বিজয় মিছিলের ঘোষণা দিয়ে বলা হয়, মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারাদেশে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল অনুষ্ঠিত হবে। অপরদিকে চলমান হরতাল ১২ ঘণ্টা শিথিলের পাশাপাশি শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বাড়ানোরও ঘোষণা দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় মিছিল উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি হরতাল পালিত হবে। চলমান লাগাতার অবরোধের মধ্যে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট। ৭ ফেব্রুয়ারি বিকেলে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। নিজস্বপ্রতিবেদকঃ মোঃসোহানূর রহমান। সিরাজগঞ্জ প্রতিনিধি
Back to posts
Comments:
[2015-03-09 08:02:15] মামুন হাসান :

আর হারতাল না হলেই দেশের মানুষ শান্তি পাবে।

[2015-03-09 08:04:46] মিরাজুল :

বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া বাংলাদেশ
ক্রিকেট দলের উপর দয়াকরল।


UNDER MAINTENANCE
facebook sign up
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস