বিএনপিরনামে গণমিছিল,আসলে ঝটিকা

রাজধানীতে বিএনপির
নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের
ডাকা হরতাল-অবরোধ পালিত
হচ্ছে না বললেই চলে। বিক্ষোভ
বা গণমিছিলের কর্মসূচিতেও
সাড়া মিলছে না। ‘গণমিছিল’
ঘোষণা করা হলেও নেতা-কর্মীরাই
মাঠে নামছেন না। যেটুকু
আছে তা ঝটিকা মিছিলের মধ্যেই
সীমাবদ্ধ।
গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ
কর্মসূচি পালন করছে বিএনপি-জোট।
এর সঙ্গে দেওয়া হচ্ছে বিভিন্ন
মেয়াদের হরতাল। হরতাল-অবরোধের
মধ্যেই গত ফেব্রুয়ারির
মাঝামাঝি থেকে সপ্তাহে দু-এক
দিন বিক্ষোভ বা গণমিছিল
কর্মসূচি ঘোষণা করে আসছে বিএনপি
নেতৃত্বাধীন জোট। ১৪
ফেব্রুয়ারি দেশের সব জেলা-
উপজেলা এবং মহানগরের
ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল
কর্মসূচি ঘোষণা করেছিল ২০ দল। কিন্তু
দেশের কোথাও নেতা-কর্মীদের
জানান দিয়ে মিছিল
করতে দেখা যায়নি।
বিভিন্নস্থানে ঝটিকা মিছিল
হয়েছে। এরপর থেকে প্রায়
প্রতি সপ্তাহেই বিক্ষোভ
বা গণমিছিল
কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। কিন্তু
হচ্ছে দুয়েক মিনিটের
ঝটিকা মিছিল। তাতেও অংশ
নিচ্ছেন হাতে গোনা কয়েকজন
নেতা-কর্মী।
আজ সোমবারও বিএনপি দেশের সব
উপজেলা-জেলা ও মহানগরের
ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল
কর্মসূচি ছিল। কিন্তু রাজধানীতে বড়
ধরনের কোনো গণমিছিলের খবর
পাওয়া যায়নি।
ঢাকা মহানগরীতে বিএনপির ওয়ার্ড
কমিটি পুনর্গঠন করা হয়নি। মহানগরের
পক্ষ থেকেও মিছিল কর্মসূচি কোথায়
কোথায়
করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জ
তবে ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক
মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব
উন নবী খান আজ এক
বিবৃতিতে ঢাকা মহানগরের সকল
স্তরের নেতা-কর্মীদের
রাজপথে থাকার আহ্বান
জানিয়েছেন। তাঁরা দাবি করেন,
২০ দলের জনসম্পৃক্ত আন্দোলনের
ফলে সারা দেশ অচল হয়ে পড়েছে।
রাজধানী বিচ্ছিন্ন। তারপরও সরকার
ক্ষমতার মোহে অন্ধ হয়ে বন্ধুর
পথে হাঁটছে।
অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন
ছাত্রদল সংবাদ
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের
নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায়
মিছিল করেছে। সংগঠনটি তাদের
বিজ্ঞপ্তির সঙ্গে নয়টি মিছিলের
ছবিও দিয়েছে। তাতে দেখা যায়,
এসব মিছিলে সর্বনিম্ন নয়জন
থেকে সর্বোচ্চ ২৩-২৫ জন নেতা-
কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানায়,
যে চিন্তা থেকে হরতাল-অবরোধের
পাশাপাশি মিছিল কর্মসূচির কৌশল
নিয়েছিল বিএনপি তা সফল
হচ্ছে না। টানা হরতাল-অবরোধ
প্রত্যাশিতভাবে পালিত হচ্ছে না।
মহানগরগুলোতে হরতাল-অবরোধ প্রায়
অকার্যকর হয়ে পড়েছে। নেতা-
কর্মীদের
মাঠে নামানো যাচ্ছে না।
বিভিন্ন নাশকতার
ঘটনা উল্টো বিএনপিকে সমালোচনা
মুখে ফেলেছে। এ অবস্থায়
সমালোচনা থেকে ঘুরে দাঁড়ানোর
পাশাপাশি নেতা-কর্মীদের
মাঠে নামানোর কৌশল হিসেবে এই
কর্মসূচি দেওয়া হচ্ছে। তাদের
ধারনা এতে ক্রমে নেতা-
কর্মীরা মাঠে নামবে। সরকার
চাপে পড়বে। বিএনপির
চেয়ারপারসনের ছেলে প্রয়াত
আরাফাত রহমান কোকোর জানাযায়
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিও
বিএনপিকে উৎসাহিত করেছিল।
Created at 2015-03-09 06:45:50
Back to posts
UNDER MAINTENANCE