যেখানে সহিংসতা,সেখানে সমঝোতার পথসংকুচিত: ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক ও
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
বলেছেন- যেখানে সহিংসতা,
সেখানে সমঝোতার পথ সংকুচিত
হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর
পরিবারকে ধ্বংস করার নীল
নকশা চলছে। বঙ্গবন্ধুর
পরিবারকে নিশ্চিহ্ন করতেই দেশ
জুড়ে সহিংসতা চালানো হচ্ছে।
বিএনপির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়াকে গ্রেফতার
করা হবে কিনা-এ
নিয়ে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে সেতু
মন্ত্রী বলেন-
খালেদা জিয়াকে গ্রেফতারের
জন্য কেমন
পরোয়ানা পাঠানো হয়েছে,
আমার জানা নেই।
আজ শনিবার দুপুর দেড়টার
দিকে মুন্সীগঞ্জের তিন দোকান
এলাকায় ঢাকা-দোহার সড়ক
সংস্কার কাজ
পরিদর্শনে এসে তিনি সাংবাদি
এ সব কথা বলেন। এ সময় সেতু
মন্ত্রী ঢাকার দোহার
থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত ৭২
কিলোমিটার সড়ক সংস্কার কাজ
ঘুরে-ফিরে দেখেন। মন্ত্রীর
সঙ্গে সড়ক ও জনপথ ও নিজ
মন্ত্রনালয়ের উর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Created at 2015-03-07 03:15:57
Back to posts
UNDER MAINTENANCE