বাজারে আসছে অকুলাস ভিআর হেডসেট

দেখতে একটু অদ্ভুত, কিন্তু গেমের
জগতে হারিয়ে যেতে অসাধারণ
যন্ত্র ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)।
আর এ ধরনের ভিআর নির্মাতা
‘অকুলাস ভিআর’ এবার নতুন হেডসেট
নিয়ে আসছে, যা বাজারে পাওয়া
যাবে আগামী বছরের প্রথম তিন
মাসের মধ্যেই। বর্তমানে এ
হেডসেটের পরীক্ষামূলক ডেভেলপার
সংস্করণ পাওয়া যাচ্ছে। ফেসবুকের
মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি
ভিডিও গেমের জগতে নতুন এক
পরিবর্তন নিয়ে এসেছে। ২০১২ সালে
প্রতিষ্ঠিত অকুলাস ভিআরকে গত বছর
প্রায় ২০০ কোটি ডলারের বিনিময়ে
অধিগ্রহণ করে সামাজিক
যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট
ফেসবুক। অকুলাসের হেডসেট
বাজারে আসার ঘোষণা দেওয়ার
পরেই জানা গেছে, সনিও আগামী
বছরের প্রথম ছয় মাসের মধ্যেই
প্লেস্টেশনের জন্য হেডসেট
বাজারে আনতে যাচ্ছে। গেম
নির্মাতা প্রতিষ্ঠান আইএইচএস
টেকনোলজি কনসালট্যান্সির গেম
বিভাগের প্রধান পিরেয়স হার্ডিং
রোলস বলেন, ‘দুই বছর ধরে ভিআর নিয়ে
গেমিং জগতে নতুন এক উন্মাদনা
তৈরি হয়েছে। তবে এ ভিআর
বাজারজাত শুরুর আগে আমার মনে হয়,
প্রতিষ্ঠানগুলোর আরও ভাবা উচিত।’
এখনো বলা মুশকিল যে এ
হেডসেটগুলোর বিক্রি কেমন হবে।
তবে আশাবাদী নির্মাতারা।
বিশেষ এ ভিআর হেলমেটটির
সাহায্যে কম্পিউটার জেনারেটেড
এবং সিনেমাভিত্তিক ছবির
সরাসরি একটি অবস্থা চোখের
সামনেই দেখা সম্ভব। আর গেমার
চাইলে ডানে-বাঁয়ে মাথা
নাড়িয়েও উপভোগ করতে পারবেন
গেমিংয়ের জীবন্ত এবং অসাধারণ
এক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার জন্যই
গেমপ্রেমীরা অকুলাস ভিআরকে গ্রহণ
করবে বলেও মনে করছেন
নির্মাতারা।
স্মার্টফোনের সঙ্গেও অকুলাস
ব্যবহারের সুবিধা নিয়ে কাজ করছে
একাধিক স্মার্টফোন নির্মাতা
প্রতিষ্ঠান।
Created at 2015-05-08 07:34:48
Back to posts
UNDER MAINTENANCE