নেপালের পাশে দাঁড়ালেন ফেসবুক ব্যবহারকারীরা

নেপালের সহায়তায় এগিয়ে এলেন
১৪০ কোটিরও বেশি মানুষের অন্যতম
সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেসবুকের ব্যবহারকারীরা। গত মাসে
নেপালে ভয়াবহ ভূমিকম্পে
ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য হাত
বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
নেপালের পাশে দাঁড়াতে ফেসবুক
ব্যবহারকারীরা দ্রুততম সময়ের মধ্যে
সহায়তায় এগিয়ে আসায় মাত্র দুই
দিনে এক কোটি মার্কিন ডলার অর্থ
তহবিল হিসেবে জমা করতে
পেরেছে ফেসবুক। এক খবরে এ তথ্য
জানিয়েছে আইএএনএস।
২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৯
মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে
হিমালয়ের পাদদেশের এই দেশটিতে
ছয় হাজারের বেশি মানুষ মারা
গেছে আর আহত হয়েছে ১০
হাজারেরও বেশি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক
জাকারবার্গ বলেছেন,
‘স্থানীয়ভাবে ত্রাণ সাহায্যের
প্রচেষ্টাকে আরও বাড়াতে আমরা
ফেসবুক ব্যবহারকারীদের কাছে
একটি অপশন দিয়েছিলাম। মাত্র দুই
দিনে পাঁচ লাখেরও বেশি মানুষ
নেপালের দুর্দশাগ্রস্ত মানুষের
পাশে দাঁড়ানোর সেই ডাকে সাড়া
দেন এবং এক কোটি ডলারেরও বেশি
অর্থ দান করেছেন।
Created at 2015-05-03 08:37:56
Back to posts
UNDER MAINTENANCE