চল্লিশে পা অ্যাপলের
বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তিপণ্য
নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল
কম্পিউটার ইনকরপোরেটেড ৪০ বছরে
পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল
যাত্রা শুরু হয় অ্যাপলের। স্টিভ জবস ও
স্টিভ ওয়াজনিয়াকের হাত ধরেই
যাত্রা শুরু হয় অ্যাপলের। এই দুই
সহপ্রতিষ্ঠাতা ছাড়াও অ্যাপলের শুরুর
সময়ে ছিলেন আরেক সহপ্রতিষ্ঠাতা
রন ওয়েন। যাত্রা শুরুর সময় একসঙ্গে
থাকলেও মাত্র ১১ দিনের মাথায় এ
উদ্যোগ ছেড়ে যান রন।
ওয়াজনিয়াক জানান, অ্যাপল শুরুর সময়
অংশীদারি-সংক্রান্ত নানা ধরনের
প্রয়োজনীয় কাগজ তৈরিসহ অন্য
কাজগুলো করেছিলেন রন। আর
অংশীদারি চুক্তিপত্রে তিন
সহপ্রতিষ্ঠাতা সই করেন ১ এপ্রিল
এবং শুরু হয় অ্যাপলের যাত্রা। ১১ দিন
পর রন তাঁর শেয়ার ৮০০ ডলারে
বিক্রি করে দেন জবস ও
ওয়াজনিয়াকের কাছে। তবে এখনো
অ্যাপলের প্রথম লোগো তৈরি এবং
অ্যাপল ওয়ানের কারিগরি
নির্দেশিকা (ম্যানুয়াল) তৈরির
কারিগর হিসেবে জড়িয়ে আছে
রনের নাম। প্রথমে অংশীদারি
প্রতিষ্ঠান হিসেবেই শুধু ছিল অ্যাপল।
১৯৭৭ সালের ৩ জানুয়ারির পর এর নাম
অ্যাপল ইনকরপোরেটেড প্রতিষ্ঠান
হিসেবে কাজ শুরু করে। ২০০৭ সালের
জানুয়ারিতে অ্যাপল কম্পিউটার
ইনকরপোরেটেড হিসেবে পরিচিত হয়
এটি।
প্রযুক্তি দুনিয়ায় সম্পূর্ণ আলাদা এক
অপারেটিং সিস্টেম (ওএস) এনে
সাড়া ফেলে দিয়েছিল অ্যাপল। আর
সেই ওএস-চালিত আইফোন, আইপ্যাড,
ম্যাকবুক, বিশ্বের সবচেয়ে পাতলা
ল্যাপটপ ম্যাকবুক এয়ার বাজারে এনে
স্মার্ট যন্ত্রের বাজারে শীর্ষে
জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি।
পার্সোনাল কম্পিউটারের নতুন এক
সংজ্ঞা তৈরি করে অ্যাপল।
Created at 2015-04-03 05:59:28
Back to posts
UNDER MAINTENANCE