Teya Salat
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
প্রযুক্তি

কি–বোর্ড দিয়ে প্রোগ্রাম চালু

কি–বোর্ড দিয়ে প্রোগ্রাম চালু
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু করতে হলে স্টার্ট মেনু বা স্টার্ট স্ক্রিন থেকে বারবার খুঁজে নিতে হয়। এর পরিবর্তে কি-বোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা দ্রুত করা যায়। কম্পিউটার বা ফাইল এক্সপ্লোরার খুলে সিস্টেম ড্রাইভের প্রোগ্রাম ফাইলস (সাধারণত C:/Program Files) ফোল্ডার থেকে কাঙ্ক্ষিত প্রোগ্রামটি খুঁজে নিন। যেমন: কম্পিউটারে ইনস্টল করা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি যদি কি- বোর্ডের শর্টকাট বোতাম চেপে চালু করতে চান, তাহলে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে যান। এবার মজিলা ফায়ারফক্স ফোল্ডার খুললে শুধু Firefox লেখা প্রোগ্রামটিতে ডান ক্লিক করুন। নির্ধারিত অপশন থেকে Send To/ Desktop (create shortcut)-এ ক্লিক করুন। এভাবে ফায়ারফক্সের একটি আইকন ডেস্কটপে চলে আসবে। এখন ডেস্কটপের ফায়ারফক্স আইকনটিতে ডান ক্লিক করে প্রোপার্টিজ অপশনটি বাছাই করুন। সেখান থেকে শর্টকাট ট্যাবে ক্লিক করে নিচের Shortcut Key অংশের ডান দিকের খালি বক্সে ক্লিক করুন। তারপর কি- বোর্ডের Ctrl এবং Alt কি একসঙ্গে চেপে ধরে রেখে সুবিধাজনক অন্য আরেকটি অক্ষর চাপুন। এ ক্ষেত্রে ফায়ারফক্সের জন্য Ctrl + Alt + F চেপে দিয়ে ওকে করুন। এখন থেকে যখনই আপনি কি-বোর্ডের এই তিনটি বোতাম একসঙ্গে চাপবেন, তখনই ফায়ারফক্স সরাসরি চালু হবে। প্রতিবেদকঃ নবীন হাসান।প্রযুক্তির খবর
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস