স্মার্টফোনে আসক্তরা নিঃসঙ্গ!

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য
দুঃসংবাদই বলতে হয়। সাম্প্রতিক এক
গবেষণার ফলাফলে বলা হয়েছে,
যাঁরা মাত্রাতিরিক্ত সময়
ধরে স্মার্টফোন ব্যবহার করেন,
তাঁরা বেশি নিঃসঙ্গতায়
ভোগেন। শুধু তা–ই নয়,
স্মার্টফোনে আসক্ত
ব্যক্তিরা আত্মকেন্দ্রিক, ঈর্ষাপরায়ণ,
বদমেজাজি এবং নেতিবাচক
ব্যক্তিত্বের হন বলেও গবেষণার
ফলাফলে উঠে এসেছে।
স্মার্টফোনে আসক্তি এবং মানুষের
মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যে এর প্রভাব
নিয়ে এবারই প্রথম যুক্তরাজ্যের
ইউনিভার্সিটি অব ডার্বির
সাইকোলজি বিভাগের অধ্যাপক
জহির হোসেন
একটি গবেষণা পরিচালনা করেন।
গবেষণার ফলাফলে বলা হয়েছে,
যিনি যত বেশি স্মার্টফোন ব্যবহার
করবেন, তাঁর তত
বেশি স্মার্টফোনে আসক্ত
হয়ে পড়ার ঝুঁকি দেখা দেবে।
সম্প্রতি এক খবরে এমনটিই
জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ প্রসঙ্গে অধ্যাপক জহির হোসেন
বলেন, ‘এ
গবেষণা থেকে স্মার্টফোনের
মাত্রাতিরিক্ত ব্যবহার ও মানসিক
স্বাস্থ্যে এর প্রভাব
সম্পর্কে আমরা জানতে পেরেছি।
গবেষণায় অংশগ্রহণকারী ১৩ শতাংশ
মানুষ স্মার্টফোনে আসক্ত
বলে আমরা খুঁজে পেয়েছি।
তাঁরা প্রতিদিন গড়ে সাড়ে তিন
ঘণ্টা সময় ব্যয় করেন স্মার্টফোন
ব্যবহারের পেছনে।
জহির হোসেন আরও বলেন,
‘অত্যাধুনিক নানা সুবিধাসহ নির্মিত
স্মার্টফোন বিক্রির
ক্ষেত্রে ক্রেতাদের এর
আসক্তি তৈরির
বিষয়টি সম্পর্কে সতর্ক করতে হবে।’
Created at 2015-03-07 03:24:34
Back to posts
UNDER MAINTENANCE