জাকারবার্গ ঘুম ভাঙাতে পারলেন না !

বার্সেলোনায়
মোবাইল ওয়ার্ল্ড
কংগ্রেসে জাকারবার্গকে নিয়ে আ
অনুষ্ঠানে অনেক
অতিথিকে ঘুমাতে দেখা গেছে।
জাকারবার্গের সঙ্গে সে সময়
মঞ্চে ছিলেন মোবাইল অপারেটর
সেবাদাতা প্রতিষ্ঠানের আরও তিন
কর্তা ব্যক্তি। কিন্তু
তাঁরা আলোচনা করছেন রস-কষহীন
কারিগরি নানা বিষয় নিয়ে। এ
অবস্থায় উপস্থিত দর্শকেরা কী আর
করবেন? অনেকে ঘুমিয়েই পড়লেন!
২ মার্চ থেকে বার্সেলোনায় শুরু
হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এ
আয়োজনের মূল আকর্ষণ
হচ্ছে জাকারবার্গের কিনোট
উপস্থাপন। অনুষ্ঠানে হাজির
থাকতে অনেককেই কাঠখড়
পোহাতে হয়েছে, দীর্ঘ
সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হ
কিন্তু অনুষ্ঠান কিছুক্ষণ চলার
পরে দেখা গেছে, এক এক
করে সেখান থেকে কেটে পড়ছেন
অনেক দর্শক। সামনের সারিতে বেশ
কয়েকটি আসন ফাঁকা হয়ে যায়।
কয়েকজন তো তাঁদের
কথা না শুনে রীতিমতো ঘুম
দিয়ে ওঠেন। জাকারবার্গের
কিনোট নিয়ে টুইটারে পোস্ট
করা টুইট আর ছবিতে সে বিষয়টিই
উঠে এসেছে। অনুষ্ঠানটি মনোযোগ
আকর্ষণ করার পরিবর্তে ‘বিরক্ত’
হয়ে ঘুমিয়ে পড়ার অনুষ্ঠান হয়ে ওঠে।
ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট
বিজনেস ইনসাইডারে উঠে এসেছে এ
তথ্য।
অনুষ্ঠানে দর্শকদের বিরক্তি তৈরির
জন্য জাকারবার্গকে দোষ দিয়ে লাভ
নেই। তিনি অনুষ্ঠানে ফেসবুকের নতুন
উদ্যোগ ইন্টারনেট ডট
ওআরজি নিয়ে কথা বলছিলেন। এ
ছাড়াও মোবাইল অপারেটরদের
সঙ্গে কীভাবে ফেসবুক কাজ করবে,
সে বিষয়েও কথা বলেন। এ পর্যন্ত বেশ
আগ্রহ নিয়ে ঠিকঠাক সব শুনছিলেন
দর্শকেরা। কিন্তু যখন আরও তিন
মোবাইল অপারেটরদের
প্রতিনিধি মঞ্চে উঠে ফেসবুকের
সঙ্গে তারা কীভাবে কাজ করছেন
সে প্রসঙ্গে বলতে শুরু করলেন, তখন
অনেকেই তা শোনার
চেয়ে ঘুমানো শ্রেয়
বলে ভেবে নিলেন, আবার অনেকেই
চুপি চুপি চেয়ার
ছেড়ে উঠে পালাতে শুরু করলেন।
ভাবছেন, জাকারবার্গ কি খেয়াল
করেননি? নিশ্চয়ই করেছেন।
Created at 2015-03-03 03:52:46
Back to posts
UNDER MAINTENANCE