
‘জাতীয় অনলাইন
নীতিমালা ২০১৫’-এর খসড়ার ওপর
সর্বসাধারণের মতামতের জন্য ১৯
দিন সময় বাড়ানো হয়েছে।
আজ বুধবার তথ্য সচিব মরতুজা আহমদ
সাংবাদিকদের এ কথা নিশ্চিত
করেছেন। এর আগে প্রস্তুত হওয়া
খসড়া অনলাইন নীতিমালা ২১
জুলাই তথ্য মন্ত্রণালয়ের
ওয়েবসাইটে দেওয়া হয়। এর ওপর
মতামত দেওয়ার মেয়াদ ছিল ১২
আগস্ট পর্যন্ত।
তথ্য সচিব মরতুজা আহমদ জানান,
অনলাইন নীতিমালা নিয়ে
মতামত দেওয়ার জন্য অনেকে
আবেদন করেছেন। তার
পরিপ্রেক্ষিতেই মেয়াদ
বাড়ানো হয়েছে।
নীতিমালার দ্বারা অনলাইন
গণমাধ্যমকে সুষ্ঠু ধারার সংবাদ
মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়ার
জন্য উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রথম
পর্যায়ে একটি নীতিমালা প্রায়
চূড়ান্ত হলেও তা বাতিল করা হয়।
পরবর্তী সময়ে প্রধান তথ্য
কর্মকর্তাকে আহ্বায়ক করে
নীতিমালা প্রণয়নে একটি
জাতীয় কমিটি করা হয়। ওই কমিটি
প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা
জব্বারকে প্রধান করে খসড়া
নীতিমাল প্রণয়নে একটি উপ-
কমিটি করে দেয়।
UNDER MAINTENANCE