
আগামী বুধবার শপথ গ্রহণ
করবেন নব নির্বাচিত তিন সিটি
করপোরেশনের মেয়র। নব
নির্বাচিত তিন সিটি মেয়র
হলেন, ঢাকা উত্তরের মেয়র
আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন
এবং চট্টগ্রাম সিটির নতুন মেয়র আ
জ ম নাছির উদ্দিন। তাদেরকে শপথ
বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা
হলে বুধবার সকার ১০টায় শপথ গ্রহণ
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই দিন নব নির্বাচিত কাউন্সিলর
এবং সংরক্ষিত আসনের মহিলা
কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন।
UNDER MAINTENANCE