
বিএনপির ঢাকা বিভাগীয়
কমিটির সহসাংগঠনিক সম্পাদক,
সাবেক সংসদ সদস্য ও সাবেক
ছাত্রনেতা নাসির উদ্দিন
আহাম্মেদ পিন্টুর মরদেহ ঢাকায়
আনা হয়েছে। আজ সোমবার ভোর
পৌনে ৬টার দিকে রাজশাহী
থেকে মরদেহ ঢাকায় এসে
পৌঁছেছে বলে তাঁর খালাতো
ভাই আবির নিশ্চিত করেছেন।
সোমবার সাড়ে ১১টার দিকে
রাজধানীর নয়াপল্টনে দলের
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পিন্টুর জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে সারা দেশের দলীয়
কার্যালয়ে কালো পতাকা
উত্তোলন কর্মসূচি পালন করবে
বিএনপি। আজিমপুর কবরস্থানে
পিন্টুকে দাফন করা হবে বলে তাঁর
পরিবারের পক্ষ থেকে জানানো
হয়েছে।
গতকাল রোববার দুপুর সোয়া ১২টার
দিকে রাজশাহীতে হৃদরোগে
আক্রান্ত হয়ে মারা যান পিন্টু। এ
সময় তিনি রাজশাহী
কারাগারে ছিলেন। অসুস্থ
অবস্থায় রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে আনার পর
চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা
করেন।
রাজশাহী প্রতিনিধি শ ম সাজু
জানান, রোববার রাত সোয়া
১১টার দিকে পিন্টুর ছোট ভাই
নাসিম উদ্দিন আহাম্মেদ রিন্টু
রাজশাহী মেডিকেল কলেজ
মর্গে কারা কর্তৃপক্ষের কাছ
থেকে ভাইয়ের লাশ বুঝে নেন।
পরে নগরীর হেতেম খাঁ বড় মসজিদ
প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা
অনুষ্ঠিত হয়। জানাজা শেষে
একটি অ্যাম্বুলেন্সে করে রাত
১১টা ৪০ মিনিটে লাশ নিয়ে
ঢাকার উদ্দেশে রওনা দেন
স্বজনরা।
UNDER MAINTENANCE