auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
পরিবেশের খবর

আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টির প্রতি গুরুত্ব

আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টির প্রতি গুরুত্ব
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসছে বাজেটে দেড় হাজার কোটি টাকা বরাদ্য করা হচ্ছে । এ বাজেটের মাধ্যমে গ্রামীণ রাস্তাঘাট সংস্কারে যে জনবল কাজ করবে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। কর্মসূচি বাস্তবায়ন করবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ উন্নয়নমূলক কাজ করা হবে । ৪০ দিন করে দুপর্বে ৮০ দিনের জন্য এ কর্মসূচি চলবে। প্রথম পর্বে অক্টোবর থেকে ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী ৭ লাখ ৭৫ হাজার গরিব মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ কর্মসূচির নাম দেয়া হয়েছে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য কর্মসূচি (ইজিপিপি)। এরকম কর্মসুচি চলতি বজেটেও গ্রহন করা হয়েছিলো কিন্তু তার অধিকাংশই জন প্রতিনিধিদের পকেটে চলে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এ কর্মসুচির ব্যাবস্থ গ্রহন করায় সরকার এ হয়েছে বলে জানা গেছে। বিশ্বব্যাংক সহায়তা দেয়ার কারণে এ কর্মসূচি মূল্যায়ন করা হয়। বিশেষ করে তৃতীয় একটি সংস্থা দিয়ে বিশ্বব্যাংক কর্মসূচি কেমন চলছে তার ওপর একটি রিপোর্ট সংগ্রহ করে। এ ক্ষেত্রে দায়িত্ব দেয়া হয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারকে (পিপিআরসি)।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস


Old school Easter eggs.