
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জন কেরি ঢাকা সফরে আসতে
পারেন। এমনটিই চুড়ান্ত থাকার
পরেও জন কেরি বাংলাদেশে
না এসেই শ্রীলংকা থেকে
ফিরে গেলেন। আর ভারতের
প্রধানমন্ত্রীর সফরও আর আশার মুখ
দেখেনি।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ভারত
সফরে গেলে, ভারতের
প্রধানমন্ত্রী নিজের মুখেই
বলেছিলেন যে তিনি ঢাকা সফর
করবেন। আর এ সফর হবে দু’দেশের
স্বার্থ সংশ্লিষ্ট সফর হবে।
বাংলাদেশের চাওয়া থাকবে
তিস্তা চুক্তির বাস্তবায়ন ও
সীমান্তে বাংলদেশীদের হত্যা
বিষয় । আর নয়াদিল্লির কোস্টাল
শিপিং চুক্তি। কিন্তু নরেন্দ
মোদি ইতমধ্যই এশিয়ার নেপাল,
ভুটানসহ একাধিক রাষ্ট্র সফর
করলেও এখন পর্যন্ত ঢাকা সফর এক
প্রকার অনিশ্চয়তায় বিরাজ করছে।
আপর দিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ
আলী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে
কেরীর সঙ্গে বৈঠকে ঢাকা
সফরের বিষয়ে নিজেই আগ্রহ
দেখিয়েছিলেন। এরপরই মূলত
ঢাকা সফরের বিষয়ে প্রস্তুতি শুরু
হয়। প্রস্তুতি নিতে গিয়ে কয়েক
ধরনের বিবেচনা রাখা হয়। দক্ষিণ
এশিয়ায় একাধিক দেশ সফরের সূচি
তৈরি বা অন্য কোনো সফরের
যাত্রাবিরতিতে ঢাকা সফর
আয়োজনের কথাও হয়।
UNDER MAINTENANCE