
সিটি নির্বাচনে
বিরোধী জোটের ভোট বর্জনের
পর এবার নির্বাচন বয়কটের ঘোষণা
দিলেন গণসংহতি আন্দোলন পক্ষ
থেকে মনোনয়ন প্রাপ্ত ঢাকা
উত্তর সিটির মেয়র প্রার্থী
জোনায়েদ সাকী।
ভোট গ্রহণের দিন আজ মঙ্গলবার
দুপুরে নিজ নির্বাচনী
কার্যালয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সাকী বলেন, যেভাবে কেন্দ্র দখল
করা হয়েছে, ব্যালট ছিনতাই করা
হয়েছে। তাতে এই ভোট ও ফল
মেনে নেয়ার কোন সুযোগ নেই। এ
কারণে আমি নির্বাচন ও ফল
প্রত্যাখ্যান করছি।
UNDER MAINTENANCE