
রেলের ভাড়া না
বাড়িয়ে সেবার মান বাড়ানোর
দাবি জানিয়েছে নিরাপদ
ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের
একটি সংগঠন। আজ শুক্রবার জাতীয়
প্রেসক্লাবের সামনে ‘রেলের
ভাড়া বৃদ্ধি নয়, সেবার মান
বাড়াও’ শীর্ষক মানববন্ধনে
সংগঠনের নেতারা এ দাবি
জানান।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান
ইবনুল সাইদ রানা, স্বদেশ মৃত্তিকার
সভাপতি আকবর হোসেন, সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট সুলতান
হোসেন, ইফসা হোসেন বক্তব্য
রাখেন।
বক্তারা বলেন, সেবার মান
বাড়ানো ও লোকসান কমানোর
অজুহাতে আবারও ভাড়া বৃদ্ধির
উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে
২০১২ সালের অক্টোবরে রেলের
যাত্রী ও পণ্য উভয়ক্ষেত্রেই ৫০
শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
কিন্তু প্রকৃত পক্ষে ভাড়া বেড়ে
যায় ৭০-১১০ শতাংশ।
তারা বলেন, আবারও নতুন করে ৪০
শতাংশ ভাড়া বাড়ানোর
প্রক্রিয়া শুরু হয়েছে। ভাড়া বৃদ্ধি
করলেও রেলে যাত্রী সেবার
মান উন্নত হবে না বলে অভিযোগ
করেন নেতারা। নেতারা বলেন,
ভাড়া বৃদ্ধির পর টিকিট
কালোবাজারি বেড়েছে,
বেড়েছে রেলের উন্নয়নের নামে
পুকুর চুরি।
এ সময় তারা রেলের ভাড়া বৃদ্ধি
নয় সেবার মান, আসন, বগি, লাইন,
ট্রেন সংখ্যা, প্রতি স্ট্রেশনে
টয়লেট, বিশ্রামাগার বৃদ্ধিসহ ১০
দফা দাবি জানান।
UNDER MAINTENANCE