'গেইল,পোলার্ড,ওয়াসিম কুমিল্লার'

আগামী নভেম্বর মাসের ২৪
তারিখ থেকে শুরু হচ্ছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের
(বিপিএল) তৃতীয় আসরের মূল পর্ব।
ইতিমধ্যেই ছয়টি দল এবং দলের
ফ্রাঞ্চাইজিও ঘোষণা হয়ে
গেছে। আর এই সকল ঘোষণা শেষে
এবার দলের নাম এবং
খেলোয়াড়দের পিছনে
দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে।
দল গোছানোর এই দৌড়ে সবার
আগে মিডিয়ার সামনে এসেছে
তৃতীয় আসরের নতুন দল কুমিল্লা।
'কুমিল্লা ভিক্টোরিয়া'
শিরোনামে দলের নামও
ইতিমধ্যেই পেয়ে গেছে
কুমিল্লা। দলের ফ্রাঞ্চাইজি
হিসেবে আছেন গতবারের
সিলেট রয়্যালসের মালিক
সাবেক বিসিবি ও আইসিসি
প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা
কামালের কন্যা নাফিসা
কামাল। এবারের তৃতীয় আসরের দল
হিসেবে কুমিল্লাকে পাওয়ায়
তিনি সময় টেলিভিশনকে দেওয়া
একটি সাক্ষাৎকারে দলের
খেলোয়াড় ও কোচিং স্টাফদের
নিয়ে কিছু কথা তুলে ধরেন।
আর যে সাক্ষাৎকার থেকে
বোঝা যাচ্ছে ক্যারিবিয়ান
সুপারস্টার ক্রিস গেইল আর কিরণ
পোলার্ডকে নিজের দলে
ভেড়ানোর কাজে নাকি
অনেকটাই এগিয়ে আছেন তিনি।
এছাড়াও পাকিস্তানি
কিংবদন্তী ওয়াসিম আকরামকেও
বিপিএলে দেখা যেতে পারে
নাফিসা কামালের
নেতৃত্বাধীন কুমিল্লা
ভিক্টোরিয়ানের প্রধান কোচ
হিসেবে।
Created at 2015-09-22 09:16:49
Back to posts
UNDER MAINTENANCE
it looks like shape. one of our creature/ not bad