সাকিব-রিয়াজকে আইসিসি'র জরিমানা

ক্রিকেট মাঠে বরাবরই ওয়াহাব
রিয়াজ আগ্রাসী। এ নতুন কোন
বিষয় নয় তার কাছে। সদ্য সমাপ্ত
বিশ্বকাপের কোয়ার্টার
ফাইনালে অস্ট্রেলিয়ান
অলরাউন্ডার শেন ওয়াটশনের
সাথে তিনি এমন আগ্রাসী আচরণ
দেখিয়ে আলোচিত-সমালোচিত
হয়েছিলেন।
এবার বাংলাদেশের
মাটিতেবিতর্কে জড়িয়ে পড়ায়
বাংলাদেশী অলরাউন্ডার
সাকিব আল হাসান ও পাকিস্তান
ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে
জরিমানা করেছে
ইন্টারন্যাশনাল ক্রিকেট
কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ ও পাকিস্তানের
মধ্যে শনিবার খুলনাতে ড্র হওয়া
প্রথম টেস্টে সাকিব ও রিয়াজ
একে অপরের সঙ্গে তর্কে লিপ্ত
হওয়ায় উভয়ের ম্যাচ ফি’র ৩০
শতাংশ জরিমানা করেছে
আইসিসি।
শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিন
১১৮তম ওভারে রিয়াজ ও সাকিব
একে অপরের প্রতি আঙ্গুল তুলে
তর্কে লিপ্ত হন।
এ সময় পাকিস্তান অধিনায়
মিসবাহ উল হক এগিয়ে এসে
পরিস্থিতি সামাল দেয়ার
চেষ্টা করেন। পরবর্তীতে
আম্পায়ার র্যানমোর ম্যাটিনেজ
এসে উভয়ের সঙ্গে কথা বলে
পরিস্থিতি ঠান্ডা করেন।
উভয় খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৩০
শতাংশ জরিমানা করা হয়।
Created at 2015-05-03 08:47:51
Back to posts
UNDER MAINTENANCE