সেরাদের বিপক্ষেও যে রেকর্ড গড়েছেন তামিম

তামিম ইকবাল, নামটাই যেন এখন
রেকর্ডের জন্য পেশা হয়ে
দাড়িয়েছে। অন্তত এ বছরের
পাকিস্তান সিরিজে সেটাই
বার বার প্রকাশ করছে এই নামটি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে
সিরিজে টানা দুই সেঞ্চুরি এবং
প্রথম টেস্টে এসে ডাবল সেঞ্চুরি।
সবকিছুই যেন তামিমকে নিয়ে
যাচ্ছে অনন্য এক উচ্চতায়। স্থান
করে নিয়েছেন ইতিহাসের
রেকর্ডের পাতায়। সর্বোচ্চ জুটির
রেকর্ড গড়ে ইতিমধ্যে সবার নজর
কেড়েছেন। করেছেন দ্বিতীয়
বাংলাদেশী হিসেবে ডাবল
সেঞ্চুরি করার রেকর্ড ও।
এবার প্রথম বাংলাদেশ
ক্রিকেটার হিসেবে তিন
দেশের বিপক্ষে ১ হাজারের
বেশী আন্তর্জাতিক রান করার
কৃতিত্ব গড়লেন তামিম ইকবাল।
তামিম ব্যতীত আর কোন
বাংলাদেশী তিন দেশের
বিপক্ষে ১ হাজারের বেশী
আন্তর্জাতিক রান করতে
পারেননি। ওয়েস্ট ইন্ডিজ,
পাকিস্তান এবং জিম্বাবুয়ের
বিপক্ষে তামিম ইকবাল ১
হাজারের বেশী আন্তর্জাতিক
রান করেছেন।
Created at 2015-05-03 08:45:18
Back to posts
UNDER MAINTENANCE