বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭ রান

এই পর্যন্ত বাংলাদেশের
সংগ্রহ কোন উইকেট না হারিয়ে
১৭ রান। ওপেনিং নেমে ব্যাট
করছে তামিম ইকবাল ও ইমরুল
কায়েস। তামিম আছেন ব্যক্তিগত ৫
রানে এবং ইমরুল কায়েস ক্রিজে
আছেন ১২ রানে।
দুই টেস্টের প্রথম ম্যাচে আজ
মঙ্গলবার সকালে সফরকারী
পাকিস্তানের বিপক্ষে টসে
জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন
টাইগার দলপতি মুশফিকুর রহিম।
সকাল ১০ টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ দলে টেস্ট অভিষেক
হয়েছে দুজনের। তারা হলেন,
ব্যাটসম্যান সৌম্য সরকার এবং
পেসার মোহাম্মদ শহিদের।
অপরদিকে পাকিস্তান দলেও
এসছে নতুন মুখ ওপেনার সামি
আসলাম।
এর আগে ঢাকায় তিন ম্যাচ
ওয়ান্ডেসহ একটি টি-২০তে
জিতে পাকিস্তানকে হোয়াইট
করে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন
বাংলাদেশ। আর তাই তারা
ভাবছে পাকিস্তানের বিপক্ষে
প্রথম টেস্ট জয়ের এখনখই সেরা সময়।
Created at 2015-04-28 01:15:34
Back to posts
UNDER MAINTENANCE