কোহলি–আনুশকার পাশে যুবরাজও

বিরাট কোহলি এখন যে পরিস্থিতির
মধ্য দিয়ে যাচ্ছেন, যুবরাজের চেয়ে
ভালো বুঝবে কে? ২০১১ বিশ্বকাপে
টুর্নামেন্ট সেরা হলেন। কিন্তু ২০১৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে
ব্যর্থতার দায়ে যুবরাজের বাড়িতেই
পড়ল ঢিল! কোহলির অবস্থাও অনেকটা
তা-ই। অস্ট্রেলিয়ার বিপক্ষে
সেমিফাইনালে বাজে
পারফরম্যান্সের পর থেকেই তাঁর
মুণ্ডুপাত করা হচ্ছে। সমালোচনার তির
থেকে রেহাই মিলছে না প্রেমিকা
আনুশকা শর্মারও। এমন প্রতিকূল
পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির
মতো যুবিও দাঁড়াচ্ছেন এ জুটির
পাশে।
গতকাল কোহলি-অনুশকা জুটির সমর্থনে
একাধিক টুইট করেছেন যুবি। একটিতে
লিখেছেন, ‘ভারতীয় দলের প্রকৃত
সমর্থক, যাঁরা জয় বা পরাজয় সব সময়ই
আমাদের পাশে থাকেন, দয়া করে
কোহলি-অনুশকার ব্যক্তিগত জীবনকে
সম্মান করুন।’ ডিসেম্বর-জানুয়ারিতে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট
সিরিজে দুর্দান্ত খেলেছিলেন
কোহলি। সে কথা মনে করিয়ে দিয়ে
যুবি লিখেছেন, ‘যে ব্যাটসম্যান
অস্ট্রেলিয়া সফরে ৫টি সেঞ্চুরি
করতে পারেন, তাঁকে আরও বেশি
সম্মান ও সমর্থন করা উচিত।’ কোহলির
প্রতিভার প্রতি আস্থা রেখে এ
বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন,
‘দেশের হয়ে ব্যাট হাতে আবার
উজ্জ্বল হয়ে উঠবে কোহলি।’
Created at 2015-03-30 08:08:32
Back to posts
UNDER MAINTENANCE