আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ তারকারা
প্রতিবেদকঃ আফরুজা আফরিন । ঢাকা প্রতিনিধি
ভারতের কাছে বড় ব্যবধানে হেরে
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়
নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট
দলকে। গতকাল ভারত-বাংলাদেশ
ম্যাচে আম্পায়ারদের একাধিক
প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়ে আলোচনা-
সমালোচনার ঝড় বইছে। খেলার
আম্পায়ারিং বাংলাদেশের
বিপক্ষে গেছে বলে মত দিয়েছেন
অনেকে। এমনটা না হলে ম্যাচের
ফলাফল অন্যরকম হতে পারত বলেও মনে
করছেন তাঁরা। সাধারণ মানুষের
সঙ্গে একাত্মতা প্রকাশ করে
আম্পায়ারদের বিতর্কিত
সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
প্রকাশ করেছেন দেশের বিভিন্ন
অঙ্গনের একাধিক তারকা। আর ক্ষোভ
প্রকাশের জন্য তাঁরা বেছে
নিয়েছেন সামাজিক যোগাযোগ
রক্ষার জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।
তাঁদের ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট ফুটে
উঠেছে সেই ক্ষোভ।
Created at 2015-03-20 02:39:33
Back to posts
UNDER MAINTENANCE