‘সবাই দেখেছে মাঠে কী হয়েছে’
শেষ হলো বাংলাদেশে
বিশ্বকাপ অভিযান। ইতিহাসে
নিজেদের সবচেয়ে সফল
বিশ্বকাপ খেলেই দেশে ফিরছে
বাংলাদেশ। বাংলাদেশ
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা
বিশ্বকাপের এই সাফল্য ধরে
রাখার প্রত্যয় জানালেন কাল
এমসিজির সংবাদ সম্মেলনে
ম্যাচে আপনারা কোন তিনটি ভুল
করেছেন?
মাশরাফি বিন মুর্তজা: একটু ভেবে
বলি। এক, ওদের রান ২৭০-৮০ হওয়া
উচিত ছিল; দুই, আমাদের কোনো
জুটি দাঁড়ায়নি; তিন, আমরা
নিয়মিত বিরতিতে উইকেট
হারিয়েছি।
আম্পায়ারদের দুটি ভুল কি
আপনাদের মনোযোগ নষ্ট করেছে?
মাশরাফি: সবাই দেখেছে মাঠে
কী হয়েছে। আমি এ নিয়ে
কোনো কথা বলতে চাই না।
বড় ম্যাচে তামিমকে কি আরও
দায়িত্ব নেওয়া উচিত নয়?
মাশরাফি: তিন শর পেছনে ছুটলে
কাউকে না কাউকে তো আক্রমণ
করতেই হবে। সে আজ দারুণ
খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেট
হওয়ার পর সে আউট হয়ে গেল।
আমার মনে হয় ভাগ্যটাই আজ পক্ষে
ছিল না।
ফিল্ডিংয়ে আপনারা অনেক ভুল
করেছেন। মনে হচ্ছিল মাঠের
আকারের সঙ্গে আপনারা
মানিয়ে নিতে পারেননি।
এখানে খেলাটা কি
চ্যালেঞ্জের?
মাশরাফি: যেকোনো জায়গায়
খেলাই চ্যালেঞ্জ। ভারতের
মতো দলের বিপক্ষে কিংবা
যেকোনো বড় দলের বিপক্ষে
খেলাটাই চ্যালেঞ্জ। তবে আজ
কোনো কোনো সময় আমরা খুবই
ভালো অবস্থায় ছিলাম। কিন্তু
সুরেশ আমাদের হাত থেকে
ম্যাচটা নিয়ে নিল। রোহিতও আজ
দারুণ খেলেছে। তাই আমি মনে
করি হারের জন্য এমসিজি কোনো
অজুহাত হতে পারে না।
Created at 2015-03-19 16:31:12
Back to posts
UNDER MAINTENANCE