সমর্থকদের মাঠে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের
সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে
পাশে থাকা সমর্থকদের অবদানের
কথা স্মরণ করেছেন অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট
গ্রাউন্ডে (এমসিজি) কোয়ার্টার-
ফাইনালে ভারতের মুখোমুখি হবে
বাংলাদেশ। তার আগের দিন সংবাদ
সম্মেলনে সমর্থকদের কথা
আলাদাভাবে উল্লেখ করলেন
মাশরাফি।
“সমর্থকরা গত ১৫/১৭ বছর ধরে আমাদের
সাথে আছেন। জয়-পরাজয় যাই হোক,
ওরা সব সময়ই মাঠে এসেছেন আর সমর্থন
দিয়ে গেছেন।”
Created at 2015-03-18 02:21:24
Back to posts
UNDER MAINTENANCE
ইনশাল্লাহ বাংলাদেশ এবার জয় লাভ করবে।
আল্লাহ তোমার কাছে এটাই চাওয়া কাল যেন বাংলাদেশ জিতে
জিতবেই Bangladesh