‘চোক’ করে বিদায় শ্রীলঙ্কারই!

হঠাৎ করেই সিডনির আকাশ ভেঙে ঝুম
বৃষ্টি। আবার নকআউট পর্ব...আবার বৃষ্টি!
দক্ষিণ আফ্রিকা দলের অনেকের
মনেই হয়তো উঁকি দিচ্ছিল ১৯৯২
বিশ্বকাপের দুঃসহ স্মৃতি। তবে কি...!
নাহ্, নিজেদের চিরকালীন দুর্ভাগ্য
নিয়ে এমন আকাশ-পাতাল ভাবার
তেমন কিছু তখন ছিল না। ততক্ষণে
শ্রীলঙ্কার স্কোরকার্ড যে
রীতিমতো কঙ্কালসার! ১২৭ রান
তুলতেই ৯ উইকেট হারিয়ে ম্যাচটা
তখন শ্রীলঙ্কা মোটামুটি তুলেই
দিয়েছে প্রোটিয়াদের হাতে!
বৃষ্টি-সংক্রান্ত আশঙ্কাটাও ছিল
অমূলকই। যদি কোনো কারণে আজ
খেলা মাঠে না গড়াত, কাল
রিজার্ভ ডে ছিলই। খেলাটা শুরু
হতো, সেই ১২৭ / ৯ থেকেই। এমন
অবস্থায় দক্ষিণ আফ্রিকার হারের
কোনো শঙ্কা ছিল কী!
শঙ্কাটা আসলে দূরে ঠেলে
দিয়েছে শ্রীলঙ্কার ‘চোকিং’ই।
হ্যাঁ, শ্রীলঙ্কাকেই ‘চোকার’
উপাধিটা দিতে হচ্ছে। এতদিন ধরে
যে দুঃসহ চাপের বোঝাটা বয়ে
বেড়াচ্ছিল দক্ষিণ আফ্রিকা, আজ
সেটাই যেন লঙ্কানদের কাঁধে
চাপিয়ে দিল। আর সেই চাপে
তাসের ঘর শ্রীলঙ্কার ইনিংস। কুমার
সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম, আর
বোলারদের জ্বলে ওঠা সিডনির
কোয়ার্টার ফাইনালে স্বপ্ন
দেখিয়েছিল শ্রীলঙ্কা-সমর্থকদের।
কিন্তু ১৩৩ রানে অলআউট হয়ে সেই
স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছে তারা
নিজেরাই।
১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর
ম্যাচের আর বিশেষ কিছু বাকি
থাকে না। আজকের ম্যাচেও এর
ব্যতিক্রম কিছু হয়নি। হাশিম আমলার
উইকেটটি হারিয়েই জয়ে বন্দরে
পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯
উইকেটেই শুধু ম্যাচটা জেতেনি, ১৮
ওভারের মধ্যেই খেলাটা শেষ করে
দিয়ে নিজেদের ‘চোকার’ অপবাদটা
আপাতত এক ঝড়টায় অচিনপুরের
ঠিকানায় পাঠিয়ে দিয়েছে।
এতদিন নকআউট পর্বে কোনো ম্যাচ
জিততে পারে না বলে যে অপবাদ
বয়ে বেড়াতে হচ্ছিল, সেই তারাই
১৯২ বল বাকি ম্যাচ জিতে নকআউট
পর্বে বলের ব্যবধানে জয়ের নতুন
রেকর্ড গড়ল।
প্রতিবেদকঃ ট্রুয়েনটিফর নিউজ মোবি
Created at 2015-03-18 01:55:19
Back to posts
UNDER MAINTENANCE