ধ্বংসস্তুপের নীচ থেকে ১০৫ বছরের বৃদ্ধ জীবিত উদ্ধার

নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ
ভূমিকম্পের আট দিন পর ১০৫ বছরের
এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা
হয়েছে। সেন্ট্রাল নেপালের
নুয়াকোত জেলার কিমতাং
গ্রামের এক ধ্বংসপ্রাপ্ত বাড়ির
ভেতর থেকে তাকে জীবিত
উদ্ধার করে নেপাল পুলিশ।
গতকাল শনিবার ওই এলাকায়
উদ্ধারকাজ চালিয়ে পুলিশ ফুঞ্চু
তামাং নামের ১০৫ বছর বয়সী ওই
বৃদ্ধকে তারা ধ্বংসস্তুপের নীচ
থেকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার
করে বিমান বাহিনীর একটি
হেলিকপ্টারে করে ত্রিশুলি
জেলার একটি হাসপাতালে
নিয়ে যায়।
নেপাল পুলিশের এক সদস্য অরুণ
কুমার সিং জানান, ফুঞ্চু
তামাংকে আমরা জীবিত উদ্ধার
করতে পেরেছি। তিনি এখন
মোটামুটি সুস্থ আছেন। তবে
ফুসফসে সামান্য সমস্য হয়ে থাকতে
পারে বলে আশঙ্কা করছেন ওই
পুলিশ সদস্য।
Created at 2015-05-03 08:50:52
Back to posts
UNDER MAINTENANCE