Old school Swatch Watches
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
আন্তজার্তিক খবর

নেপালে মৃতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়েছে

পালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে, ৭ হাজার মানুষ। উদ্ধার কাজে যোগ দিয়েছেন, নেপালের সেনা ও পুলিশের প্রায় সব সদস্য। এছাড়া, এভারেস্টে আটকে পড়া দুশ' অভিযাত্রীকেও জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ত্রাণ পাঠিয়েছে। তবে, আন্তর্জাতিক মহলকে আরো সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে, নেপাল। ভূমিকম্পের তাণ্ডবে ধ্বংসস্তুপ নেপাল। এর মাঝেও দুদিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় জীবিত একজনকে। যেন মৃত্যুকে ফাঁকি দিয়ে জীবনের আলো পেলেন কাঠমান্ডুর এই বাসিন্দা। এখন পর্যন্ত রাজধানী কাঠমান্ডুতে ইট-পাথরের ধ্বসংস্তুপ সরাতেই ব্যস্ত, উদ্ধারকারী দল। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে গতি আসছে না সেই কাজে। উদ্ধারে যোগ দিয়েছে, ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। এগিয়ে এসেছে জাতিসংঘ, ইউএস এইডসহ নানা সংস্থাও। তবে, প্রতিকূল পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বেশির ভাগ জায়গায়, এখনও শুরু হয়নি উদ্ধার কাজ। পৌঁছেনি সাহায্যও। জাতিসংঘ বলছে, দফায় দফায় ভূমিকম্পে নেপালে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত ৬৬ লাখ মানুষ। আর ইউনিসেফের হিসাবে, এই মুহুর্তে নেপালে সাহায্য দরকার প্রায় ১০ লাখ শিশুর। শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পর আরো অনেক ছোট-বড় কম্পনের ফলে, বহুতল ভবনের বদলে, তাবু কিংবা খোলা মাঠে আশ্রয় নিয়েছেন নেপালের মানুষ। ত্রাণ পৌছানোর মাঝে চলছে বিদেশি নাগরিক সরিয়ে নেয়ার কাজ।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস