বৃটেনে পুলিশি নজরদারিতে মুসলিম মেয়েরা

উগ্রজঙ্গীবাদ থেকে ব্রিটেনের
কিশোরীদের বিরত রাখতে এবং
মুসলিম মায়েদের মধ্যে সচেতনতা
তৈরীর লক্ষ্যে ‘এ্যান্টি
টেরোরিজম ক্যাম্পেইন’ শুরু
করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তারা
মনে করছে মেয়েদের বিদেশ
ভ্রমণে বিশেষ করে সিরিয়ার
মতো দেশে ভ্রমণের বিষয়ে
মায়েদের সবচেয়ে বেশি সচেতন
হতে হবে।
গতকাল সোমবার এই ক্যাম্পেইনের
উদ্বোধন শেষে পুলিশের পক্ষ
থেকে বলা হয়, মেয়েদের
সিরিয়া গমন বা জঙ্গি তৎপরতা
থেকে বিরত রাখতে
অভিবাবকদের ভূমিকা সবচেয়ে
বেশি জরুরী।
এ সময় ৩০ সেকেন্ডের একটি
বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে এই
সচেতনতা তৈরীর কাজ শুরু করে।
বিজ্ঞাপনের বিষয়বস্তুতে,
মেয়ের মধ্যে বিশেষ কোন
পরিবর্তন হয়েছে কি না, বিশেষ
করে সেই বিষয়টি লক্ষ্য রাখার
জন্য মায়েদেরকে আহ্বান
জানানো হয়। তবে এই জাতীয়
বিজ্ঞাপন কতোটা ফলপ্রসূ হবে এই
নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।
Created at 2015-03-17 20:35:21
Back to posts
UNDER MAINTENANCE