চীনে পাহাড় থেকে বাস নিচে, নিহত ২০
চীনে পাহাড়ের উঁচু ঢাল
থেকে একটি যাত্রীবাহী বাসের
খাদে পড়ে যাওয়ার ঘটনায় ২০ জন নিহত
হয়েছে। আহত হয়েছে ১৩ জন। আজ মঙ্গলবার
হেনান প্রদেশের লিনঝাউ এলাকায় এ
ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয়
বার্তা সংস্থা সিনহুয়ার বরাত
দিয়ে এএফপি জানায়, হতাহত
ব্যক্তিরা স্থানীয় একটি অপেরা দলের
সদস্য ছিলেন। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত
চলছে।
চীনে এ ধরনের সড়ক দুর্ঘটনা গুরুতর
সমস্যা হয়ে দাঁড়িযেছে। বিশেষ করে দূর
পাল্লার গাড়িগুওলোতে অতিরিক্ত
যাত্রী নেওয়ার কারণে প্রায়ই এ ধরনের
দুর্ঘটনা ঘটে থাকে।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক
হিসেবে বলা হয়, ২০১২
সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬০
হাজার মানুষ নিহত হয়েছেন। ২০০৩
সালে মৃতের এ সংখ্যা ছিল এক লাখ চার
হাজার।
Created at 2015-03-02 19:16:10
Back to posts
UNDER MAINTENANCE