লন্ডনে অভিজিৎ হত্যারপ্রতিবাদে মানববন্ধন
লন্ডন ও আশপাশের
শহরে প্রবাসী বাংলাদেশিদের গুঞ্জন
এখন অভিজিৎ রায়কে নিয়ে। যেখানেই
বাঙালি, সেখানেই একই আলোচনা—
ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড।
অভিজিতের নৃশংস হত্যাকাণ্ডের
সংবাদ শোনার পর থেকে লন্ডনের
নানা পেশার
প্রবাসী বাংলাদেশিদের
মধ্যে আলোচনা-
সমালোচনা তুঙ্গে উঠেছে। সবাই এই
নৃশংস হত্যাকাণ্ডের
প্রতিবাদে সোচ্চার।
সাংস্কৃতিক ও প্রগতিশীল অংশের
নেতারা বলেছেন, বাংলাদেশের
নানা সময়ের চড়াই-উতরাই আর উত্তাল
সময়ের পথপরিক্রমায়
প্রবাসী বাঙালিরা পালন করেছেন
নানা ভূমিকা৷ এরই ধারাবাহিকতায়
অভিজিতের হত্যাকাণ্ডে তাঁরা সবাই
প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এমন কথাই
জানালেন প্রগতিশীল সমাজ ও
সংস্কৃতিকর্মী শায়লা সিমি,
অজন্তা দেব রায়, স্মৃতি আজাদসহ উপস্থিত
আরও অনেকেই।
ব্লগার অভিজিতের
হত্যাকাণ্ডে প্রবাসী তরুণ-তরুণী, ছাত্র-
জনতা—সর্বস্তরের জনগণ শুক্রবার ২৭
ফেব্রুয়ারি লন্ডনের বাংলাদেশ
হাইকমিশন এবং একই সঙ্গে ১০ নম্বর
ডাউনিং স্ট্রিটের ব্রিটিশ
প্রধানমন্ত্রীর বাসভবনের
সামনে মুখে কালো কাপড়
বেঁধে মানববন্ধন করেন। এ সময় তাঁদের
হাতে ছিল ‘উই আর অভিজিৎ, আই এম
অভিজিৎ’, ‘অভিজিৎ উইল লিভ এজ লং এজ
উই ক্যান স্পিক’, ‘ইউ মে কিল পিপল, বাট ইউ
কেননট কিল আইডিয়াজ’, ‘হুমায়ুন আজাদ!
রাজীব! অভিজিৎ! উইল আই বি দ্য নেক্সট?’
অভিজিতের ছবিসহ ইত্যাদি স্লোগান-
সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
অভিজিতের এমন নৃশংস হত্যাকাণ্ড
ব্রিটিশ মূলধারার প্রভাবশালী সব
পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রতিবেদন
প্রকাশিত হয়। ডেইলি মেইল, গার্ডিয়ান,
বিবিসিসহ সব মাধ্যমে খবরটি ফলাও
করে প্রকাশ করে। ডেইলি মেইল, প্রথম
আলো, বিডিনিউজ, ঢাকা ট্রিবিউন,
ডেইলি স্টারের লিঙ্কসহ সব সংবাদ
সচিত্র প্রতিবেদন ছয় কলামে প্রকাশ করে।
এদিকে ব্রিটিশ ব্লগার টেড জিওরি,
লর্ড এভিভুরিসহ সব মানবাধিকার
সংস্থা ও নেতারা অভিজিতের নৃশংস
হত্যাকাণ্ডে সোচ্চার।
ইতিমধ্যে তারা সংবাদমাধ্যমে এর
প্রতিবাদে বিবৃতিও দিয়েছেন। টেড
জিওরি প্রশ্ন রেখেছেন,
এটা কি কল্পনা করা যায়, কেউ একজন তার
মতামত লিখেছে, অথচ মিল
না হওয়াতে তাকে হত্যা করতে হবে?
তিনি এর বিচার দাবি করেন।
উল্লেখ্য, টেড জিওরি হলেন ব্যুরো অব
ইনভেস্টিগেশন জার্নালিজম—লন্ডনের
ডেপুটি এডিটর। তিনি ট্রায়াল বাই
জিওরি ব্লগেরও একজন অথর৷
যেখানে রাজনীতিসহ ইসলামিক কিছু
বিষয় নিয়ে রাজনীতিবিদসহ
অনেকে মতামত ব্যক্ত করেন।
Created at 2015-03-01 03:01:44
Back to posts
UNDER MAINTENANCE