অডিও জগতের বরপুত্র'খ্যাত আসিফ আকবর

অডিও জগতের বরপুত্র'খ্যাত আসিফ
আকবর প্লেব্যাকেও সফলতার পরিচয়
দিচ্ছেন। ঈদে তার গাওয়া দুটি ছবি
মুক্তি পেয়েছে। শাহীন সুমনের
'লাভ ম্যারেজ' ও তন্ময় তানসেনের
'পদ্মপাতার জল' ছবিতে তিনি দুটি
গান গেয়েছেন। এর মধ্যে 'লাভ
ম্যারেজ' ছবির টাইটেল সং-টি
গেয়েছেন তিনি। এ গানে ঠোঁট
মিলিয়েছেন চিত্রনায়ক শাকিব
খান।
'সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি
অ্যাঙ্গেজ, ফ্রি থাকলে দিলটা
দিও করব রে ম্যানেজ'। গানটি বেশ
শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।
এছাড়া 'পদ্মপাতার জল' ছবিতে
লতিফুল ইসলাম শিবলীর লেখা
'আলোকিত সারাদিন' গানটি
গেয়েছেন তিনি। এর সুর করেছেন এস
আই টুটুল ও সঙ্গীতায়োজন করেছে
চিরকুট।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন,
'শাকিব খানের লিপে আমার কণ্ঠ
বেশ মাননসই হয়েছে। তাই গানটি
দর্শক-শ্রোতারা লুফে নিয়েছেন।
অন্যদিকে, আলোকিত সারাদিন
গানটিও চমৎকার হয়েছে। দুটি গান
নিয়েই আমি তৃপ্ত।'
অডিও বাজারের অবস্থা আগের
মতো ভালো নয় স্বীকার করে তিনি
আরো বলেন, 'বর্তমানে আমি
প্লেব্যাকেই বেশি ব্যস্ত হয়ে
উঠেছি। এরই মধ্যে আমি বদিউল আলম
খোকনের রাজাবাবু, শাহীন সুমনের
প্রবাসী ডনসহ আরো বেশ কয়েকটি
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি।'
Created at 2015-07-31 04:42:51
Back to posts
UNDER MAINTENANCE
Propecia Carlo Libido Canada Prescription Drugs Zithromax 500mg Side Effects <a href=http://tadalaffbuy.com>cialis</a> Viagra Cialis In Farmacia Cialis 45 Ans