এসেছে 'হোটেলট্রান্সিল্ভানিয়া টু' এরনতুন ট্রেলার (ভিডিও)

সনি পিকচারস অ্যানিমেশন
তাদের নতুন এনিমেশন
মুভি ‘হোটেল
ট্রান্সিল্ভানিয়া টু’ এর নতুন
ট্রেলার অনলাইনে ছেড়েছে।
এনিমেটেড মুভিটির
সিকুয়েলে ড্র্যাক প্যাক আবারও
হলিউডের ক্লাসিক হরর
ঘটনাবলীকে হাস্যরসাত্মক
করে উপস্থাপন করেছে। নতুন
ট্রেলারে ড্রাকুলা,
ফ্রাঙ্কেনস্টাইন, দ্যা মামি ও
অন্যান্য ক্লাসিক ভয়ানক
চরিত্রগুলো ড্রাকুলার অর্ধ-মানব
নাতিকে শিখানোর
চেষ্টা করে যে কিভাবে উড়তে হ
কিন্তু তারা যেভাবে চায়
ঘটনা ঘটে তার ঠিক উল্টো।
ড্রাকুলা চিন্তিত
হয়ে পড়ে যে তার নাতি সম্ভবত
সত্যিকারের রাক্ষস
হয়ে উঠতে পারবে না। তাই
ড্রাকুলা তার সঙ্গী-সাথীদের
নিয়ে তার অনভিজ্ঞ রক্তচোষক
নাতিকে সত্যিকারের
রাক্ষসে রুপান্তরের জন্য
একটি রাক্ষসী প্রশিক্ষন ক্যাম্পের
ব্যবস্থা করে।
এনমেটেড মুভিটির
সিকুয়েলে ড্রাকুলার কণ্ঠ দেবেন
অ্যাডাম স্যান্ডলার। আরও কণ্ঠ
দিবেন অ্যান্ডি স্যাম্বারগ,
সেলিনা গোমেজ, কেভিন জেমস
ও আরও অনেকে।
'হোটেল ট্রান্সিল্ভানিয়া টু'
থিয়েটারে মুক্তি পাবে ২০১৫
সালের ২৫ শে সেপ্টেম্বর।
Created at 2015-03-14 23:42:50
Back to posts
UNDER MAINTENANCE