বসন্তবরণ হলো রঙিন করে

‘ফাগুনের এই সময়ে সাজ-
পোশাকে বেশ রঙিন হওয়া যায়।
বসন্তে উজ্জ্বল রঙের
হাতছানি থাকবেই। আর
আবহাওয়াটাও এমন, খুব শীত নয় আবার
খুব গরমও নয়। তাই ইচ্ছেমতো রঙিন
পোশাকে নিজেদের
রাঙিয়ে নেওয়া যায়।’ বললেন
ফ্যাশন হাউস রঙ-এর ডিজাইনার বিপ্লব
সাহা। তিনি আরও বলেন,
প্রকৃতিতে এখন এত ফুলের সমাহার,
ইচ্ছা করলেই ফুলের রঙের
সঙ্গে মিলিয়ে পোশাক
পরতে পারি আমরা। বসন্তবরণে হলুদ-
লাল-কমলা-লেবু
রংগুলোকে যেমনটা প্রাধান্য
দেওয়া হয়েছিল, এখন সেই রঙিন
পোশাকগুলোই পরতে পারি।
স্বাধীনতার মাস বলেই
হয়তো পোশাকে লাল-সবুজ
তো থাকবে, সেই
সঙ্গে ফিরোজা-ম্যাজেন্টা রঙের
পোশাকও পরা যায়। তবে প্রাধান্য
দিতে হবে সুতি কাপড়কেই। কারণ,
আবহাওয়া পরিবর্তনের জন্য অসুখ-
বিসুখে আক্রান্ত হন অনেকে। হঠাৎ
শরীর ঘেমে যায়,
কাপড়টা সুতি হলে স্বস্তি পাওয়া য
কথা হয় ফ্যাশন হাউস বিবিয়ানার
ডিজাইনার লিপি খন্দকারের সঙ্গে।
তিনি মনে করেন, এই
সময়ে আবহাওয়াটা এত সুন্দর যে মনের
মাধুরী মিশিয়ে পোশাক পরা যায়।
খুব শীতে আমরা রঙিন কাপড়
পরতে পারি, কিন্তু তা শীতবস্ত্র
দিয়ে জড়িয়ে রাখতে হয়
অনেকখানি। আর গরমে তো রঙিন
কাপড়ের জায়গাটা নিয়ে নেয়
সাদা এবং হালকা রঙের
পোশাকগুলো। তাই বসন্তেই
প্রকৃতির সঙ্গে নিজেদের রঙিন
পোশাকে সাজিয়ে নেওয়া যায়
ইচ্ছেমতো।
Created at 2015-03-09 17:48:20
Back to posts
UNDER MAINTENANCE