অনন্ত জলিল যা আহারকরেন

বাংলা চলচ্চিত্রে আলোচিত এক
নায়ক অনন্ত জলিল। যার বেশ-ভূষা,
চলনে-
বলনে রয়েছে আভিজাত্যের
ছোঁয়া। এ নায়কের সব কিছুতেই
রয়েছে ভক্তদের একটু আলাদা ও
বাড়তি আগ্রহ। কিন্তু
কজনইবা জানেন নায়ক অনন্ত জলিল
দিন-রাতে কি আহার করেন?
অনন্ত তার নিজস্ব সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুক
স্ট্যাটাসে তার খানা-পিনার
কথাই জানিয়েছেন।
অনন্তর ফেজবুক স্ট্যাটাসটি ছিল
এমন.......
বডির ফিটনেস ঠিক রাখা অত্যন্ত
জরুরী। আমি আমার
বডি ফিটনেসের জন্য নিয়মিত
ফিজিক্যাল এক্সারসাইজের
পাশাপাশি খাবারের
ব্যাপারে খুবই সচেতন।
তিনি আরো লেখেন, প্রতিদিন
সকালে এক্সারসাইজ শুরু করার
আগে এক গ্লাস জুস (যে কোন ফ্রুট
জুস) খাই এবং এক্সারসাইজের
পরে এক গ্লাস ওই পুডিং খাই
এবং তিন থেকে চারটা ডিমের
সাদা পর্শন খাই। আর দুপুরে লাইট
খাবার খাই যেমন সালাদ, স্যুপ
এবং ভেজিটেবল। রাতে ফ্রুটস
খাই। কখনও কখনও
বেশি ক্ষুধা লাগলে তখন ১
টা বা ২ টা রুটি খাই।
Created at 2015-03-04 20:31:12
Back to posts
UNDER MAINTENANCE