অপূর্ব-শখের ‘ব্রেক আপ’!

অপূর্ব-শখ দুজন-
দুজনাকে ভালোবাসেন গভীর
ভাবে। দুই জনের হৃদয় যেন
অঙ্গাঙ্গি ভাবে মিশে আছেন
তাদের সমগ্র অস্তিত্বে জুড়ে।
বলা বাহুল্য নয় যে,
তারা একে অন্যের পরিপূরক। কিন্তু
হঠাৎ কোন এক কাল বৈশাখীর
ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়।
ঘনিয়ে আসে মধুর সম্পর্কের ইতি।
হয়ে যায় দুজনের ‘ব্রেক আপ’।তারপর
কী হবে? সকল ভুলের অবসান
কি ঘটবে? নাকি অবুজ দুটি মন
দুপথে অজানার
উদ্দ্যেশে পাড়ী জমাবে নাম
না জানা কোন পথে?
বিষ্মিত হচ্ছেন? না,
এটা বাস্তবে নয়, মেহেদী হাসান
জনির পরিচালনায় ‘দ্য ব্রেক আপ’
নাটকে এমনই
দৃশ্যে দেখা যাবে অপূর্ব ও শখ
জুটিকে।
‘দ্য ব্রেক আপ’ নাটকটি সম্পর্কে শখ
বিডি টুয়েন্টিফোর
লাইভকে বলেন, গল্পটি অনেক
বাস্তব ও সুন্দর।এ নাটকের
নির্মাণশৈলীও চমৎকার।
আশা করি দর্শকরা দেখে অনেক
মজা পাবেন।
Created at 2015-03-04 20:28:08
Back to posts
UNDER MAINTENANCE