রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যম আয়ের দেশ হতে বড় বাধা

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম
আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য
নিয়ে এগোচ্ছে। তবে রাজনৈতিক
অস্থিতিশীলতা এ লক্ষ্যকে
বাধাগ্রস্ত করতে পারে।
এমনটাই মনে করে ইন্টারন্যাশনাল
চেম্বার অব কমার্স, বাংলাদেশ
(আইসিসিবি)। এর কারণ, ওই লক্ষ্য
অর্জনে তখন দেশের মোট দেশজ
উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের
অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে
হবে। কিন্তু রাজনৈতিক
অস্থিতিশীলতা চলতে থাকলে তা
অর্জন কষ্টসাধ্য হয়ে যাবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল
শনিবার অনুষ্ঠিত আইসিসিবির ২০তম
কাউন্সিল সভায় সংগঠনের বার্ষিক
কাউন্সিল প্রতিবেদনে এমন
পর্যবেক্ষণই তুলে ধরা হয়েছে।
আইসিসিবির সভাপতি মাহবুবুর
রহমানের সভাপতিত্বে কাউন্সিলে
সংগঠনের সহসভাপতি লতিফুর রহমান,
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন
খালেদ, বিজিএমইএর সভাপতি
আতিকুল ইসলাম ও চট্টগ্রাম চেম্বারের
সভাপতি মাহবুবুল আলম উপস্থিত
ছিলেন। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ
হওয়া ২০১৪ সালের কাউন্সিলের
নিরীক্ষিত আর্থিক বিবরণীও
অনুমোদিত হয়।
আইসিসিবির প্রতিবেদনে বলা
হয়েছে, চলতি বছরের শুরুটা হয়েছে
রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে।
Created at 2015-05-03 08:31:47
Back to posts
UNDER MAINTENANCE