রাজধানীতে অজ্ঞানপার্টির ১৫ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে
অজ্ঞানপার্টির ১৫ সদস্যকে আটক
করেছে মহানগর পুলিশের
গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার রাতে তাদেরকে আটক
করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম
জানান, রাজধানীর বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে
তাদেরকে আটক করা হয়। পৃথক
অভিযানে দুইশ গ্রাম হেরোইনসহ
আরও দুইজনকে আটক করেছে ডিবি।
আটক ১৭ জনকে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে।
Created at 2015-09-22 20:53
Back to posts
UNDER MAINTENANCE