স্কাইপি ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন

যোগাযোগের
অন্যতম মাধ্যম স্কাইপিতে গত ১
ঘন্টা যাবৎ সমস্যা দিচ্ছে। এজন্য
ভোগান্তিতে পড়েছে অনেক
ব্যবহারকারীই। বেশিরভাগ
ব্যবহারকারীই স্যোসাল
মিডিয়ার মাধ্যমে অভিযোগ
জানিয়েছেন যে, তারা
স্কাইপিতে লগিন করতে পারছে
না।
আর যাদের পূর্ব থেকেই লগইন করা
আছে তাদের অফলাইনে প্রদর্শন
করছে।
এরকম একজন ভু্ক্তোভূগি আহসান। যার
এই মুহুর্তে স্কাইপিতে একটি
ইন্টারভিউ দেয়ার ছিল। কিন্তু
সমস্যার কারনে সে বিষয়টি
নিয়ে খুব চিন্তায় আছে। এ
প্রসংগে তিনি বিডি
টুয়েন্টিফোর লাইভ ডট কমকে
বলেন, আমার একটা চাকুরির
ইন্টারভিউ ছিল স্কাইপির এর
মাধ্যমে। কিন্তু সমস্যার কারতে
তা দিতে পারছি না। বিষয়টি
নিয়ে খুব চিন্তায় আছি।”
স্কাইপি বিষয়টি স্বীকার করে
তাদের টুইট বার্তায় জানিয়েছে,
তারা স্কাইপির সাময়ীক
সমস্যাটি সম্পর্কে অবগত আছে এবং
সমাধানের জন্য খুব দ্রুতই চেষ্টা
করছে।
Created at 2015-09-22 09:49
Back to posts
UNDER MAINTENANCE