কর্ণাটকের উইকেট নিয়ে প্রতিযোগিতায় সাকলাইন- হোম
কর্ণাটকের ব্যাটসম্যানদের উইকেট
নিয়ে একপ্রকার যুদ্ধ শুরু করে
দিয়েছে! তবে এই যুদ্ধকে যুদ্ধ বলা
যাবে না কারণ এটা একটা উইকেট
প্রতিযোগিতা। আর এই
প্রতিযোগিতায় দুই স্পিনার
ভারতীয় দল কর্ণাটকের
ব্যাটসম্যানের উপর ঘুর্ণি ঝড় তুলে
ইতিমধ্যেই সেরা ছয় জন
ব্যাটসম্যানকে বিদায় জানিয়ে
দিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দল
কর্ণাটক প্রথম দিন শেষে প্রথম
ইনিংসে সংগ্রহ করেছে ৪৯
ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩
রান। ব্যাট হাতে ক্রিজে আছেন
শিশির ভুবন ৫৫ রান ও সুচিত্র ১৪ রান
নিয়ে।
ব্যাটিং বিপর্যয়ের পর
বাংলাদেশ 'এ' দল তাদের প্রথম
ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ করতে
সমর্থ্য হয়, জবাবে কর্ণাটক ব্যাট
করতে নামলে প্রথম আঘাত হানেন
সাকলাইন সজীব। আগারওয়ালের
ব্যক্তিগত ১৬ রানের সময় পরিস্কার
বোল্ড করে ফিরিয়ে দেন
ফিরিয়ে দেওয়ার পরে রবিন
উথাপ্পা (১) ও গৌতমকে (৩) আউট
করে ব্যাটিং ধস নামিয়ে
দিয়েছেন সাকলাইন। অন্য তিন
উইকেটই নিয়েছেন অপর
বাংলাদেশি স্পিনার শুভাগত
হোম। ওপেনার সম্রাটকে ২৫ রানে
লেগ বিফোরের ফাঁদে ফেলা
ছাড়া অপর দুই ব্যাটসম্যান গোপাল
(১৭) এবং অভিষেক রেডির (১) দুই
উইকেটও নিয়েছেন এই স্পিনার।
Created at 2015-09-22 09:13
Back to posts
UNDER MAINTENANCE