শাহরুখের দুই লাখরুপি জরিমানা

শাহরুখ এখন পর্যন্ত এ
বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু
না বললেও ঘনিষ্ঠ সূত্রের
বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে,
সম্প্রতি শাহরুখকে নোটিশ
পাঠিয়ে দুই লাখ
রুপি দিতে বলেছে বিএমসি। শাহরুখ
দুই লাখ
রুপি জরিমানা গুনতে রাজি আছেন।
অনেক দিন আগেই নিজের মান্নাত
বাসভবনের পাশ ঘেঁষে অবৈধ র্যাম্প
নির্মাণ করেন শাহরুখ। বান্দ্রার
ব্যান্ডস্ট্যান্ড থেকে মাউন্ট
ম্যারি গির্জার মধ্যে রাস্তার বড়
একটি অংশ জুড়ে নির্মিত হয়
র্যাম্পটি। প্রায় সময়ই র্যাম্পটির ওপর
শাহরুখের বিশাল ভ্যানিটি ভ্যান
পার্ক করে রাখা হতো।
এতে করে প্রতিনিয়তই চলাচল
করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতেন
বান্দ্রার স্থানীয় অধিবাসীরা।
তাঁরা প্রায় দুই বছর
ধরে র্যাম্পটি ভেঙে ফেলার জন্য
দেন-দরবার করেও সফল
হতে পারেননি।
অবশেষে তাঁরা স্থানীয়
বিজেপি এমপি পুনম মহাজনের
দ্বারস্থ হন।
Created at 2015-03-11 03:33
Back to posts
UNDER MAINTENANCE